Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Image
Title
রাখাল শাহ এর মাজার
Details

রাখাল শহ হচ্ছে একজন পীর বা আওলিয়া তিনি এই এলাকাই ইসলাম প্রচার করার জন্য এসছিলেন এবং এখানেই মৃত্যু বরন করেন যার কারনে এই মাজারের নাম রাখাল শাহ এর মাজার নামকরন করে সেখানে তার ভক্তগন তার ধ্যানে মগ্ন থাকেন।

রাখাল শাহের মাজার শরিফঃ রাখাল শাহের মাজার শরিফ উপজেলা সদও হতে মাত্র ০৪  (চার)কিঃ মিঃ দূরে অবস্থিত। রাখাল শাহের মাজার শরিফের খাদেম  মোঃ আঃ করিম জানান যে, রাখাল শাহের গুরম্ন পাকিসত্মান অধিবাসি মাওলানা মোঃ আঃ শুকুরের নির্দেশে রাখাল শাহ দুটি গরম্ন চরাতেন বা  পালন করতেন , সে অনুসাওে তাঁর নাম হয় রাখাল শাহ। রাখাল শাহের প্রকৃত নাম মোঃ সোনা মিয়া জানা যায়। জনম তারিখ অজ্ঞত, মৃত্যু ১৫ ভাদ্র ১৩৯৫ বঙ্গাব্দ।

চুয়াডাঙ্গা শহর থেকে জীজননগর অভিমুখের প্রধান সড়ক ধরে ৩০ কিঃ মিঃ আসার পর পিয়ারাতলা বাজার এ নেমে ভ্যান বা রিক্সা যোগে যাওয়া যায়।

এখানে একটি বড় বট গাছ আছে। রাখাল শাহের মাজার অংশ সহ মাজারের অধিনে ৪.৫বিঘা জমি আছে, তবে কোন আবাসন ব্যবস্থা নেই।