ক্র: নং |
যেসব সেবা দেয়া হয় |
সেবা দানের মানদন্ড(স্ট্যান্ডার্ড) |
সাহায্যের জন্য যার সাথে যোগাযোগ করবেন |
১ |
খাস জমি বন্দোবস্ত |
ক. নির্ধারিত ফরমে দরখাস্ত আহবান করা হয়। আবেদনের সাথে জন্ম সনদ এবং ইউনিয়ন চেয়ারম্যান কর্তৃক প্রদত্ব ভূমিহীন সনদপত্র ও পাসপোর্ট সাইজের ছবি ২(দুই) কপি স্বামী-স্ত্রী পরিবারের সকল সদস্যের যৌথ ছবি দাখিল করতে হবে। খ. আবেদনপত্র উপজেলা কৃষি খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত কমিটির সভায় প্রকৃত ভূমিহীন বাছাইয়ের জন্য উপস্থাপন করা হয়। গ. উপজেলা কৃষি খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত কমিটিতে অনুমোদনের পর ২১(একুশ) দিনের মধ্যে ভূমিহীনগণের অনুকুলে বন্দোবস্ত প্রস্তাব উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসক মহোদয় বরাবর প্রেরণ করা হয়। ঘ. জেলা প্রশাসক মহোদয়ের অনুমোদনান্তে রেজিষ্ট্রিকরণ ও কবুলিয়ত সম্পাদন করা হয় এবং ৩০ (ত্রিশ) দিনের মধ্যে যথারিতী রেকর্ড সংশোধন পূর্বক নাম খারিজ করা হয়। |
১. সহকারী কমিশনার (ভূমি) ২. দায়িত্ব প্রাপ্ত সংশ্লিষ্ট অফিস সহকারী। |
২ |
মিউটেশন (নামজারী, জমাভাগ, জমা একত্রিকরণ) |
ক. নির্ধারিত ফরমে আবেদনকারী অথবা তার মনোনীত প্রতিনিধির নিকট হতে দরখাস্ত গ্রহণ করে নামজারী মামলা রুজু করা হয়। আবেদনপত্রের সাথে নিম্ন বর্নিত কাগজপত্র সংযুক্ত করতে হয়। ১. আবেদনকারীর পাসপোর্ট সাইজের ০১ (এক) কপি সত্যায়িত ছবি অথবা প্রতিনিধির মাধ্যমে দাখিল করলে প্রতিনিধির ০১(এক) কপি ছবি সত্যায়িত। ২. জমির খতিয়ানের ফটোকপি। ৩. ওয়ারেশ সনদপত্র (অনধিক তিন মাসের মধ্যে ইস্যুকৃত)। ৪. মূল দলিলের সার্টিফাইড কপি/ ফটোকপি। ৫. ভায়া/ পিট দলিলের সার্টিফাইড কপি/ ফটোকপি। ৬. ভূমি উন্নয়ন কর পরিশোধের দাখিলা। ৭. তফসিলে বর্নিত চৌহদ্দিসহ কলমি নক্সা এবং প্রযোজ্য ক্ষেত্রে আদালতের রায়/ আদেশ/ ডিক্রির সার্টিফাইড কপি। কাগজপত্র সঠিক থাকলে অনধিক ৩০(ত্রিশ) দিনের মধ্যে শুনানী অন্তে নামজারী মামলার নিস্পত্তি করা হয়। নামজারী কেস অনুমোদনের পর আবেদনকারীকে রেকর্ড সংশোধন ফি ২০০(দুইশত) টাকা ও খতিয়ান ফি বাবদ ৪৩(তেতাল্লিশ) টাকা মোট ২৪৩/-(দুইশত তেতাল্লিশ) টাকা ডি,সি,আর এর মাধমে গ্রহণ করতে হয়। |
১. সহকারী কমিশনার (ভূমি) ২. দায়িত্ব প্রাপ্ত সংশ্লিষ্ট অফিস সহকারী। |
৩ |
আবাসন ও আশ্রায়ন |
ক. নির্ধারিত ফরমে দরখাস্ত আহবান করা হয়। আবেদনের সাথে জন্ম সনদ এবং ইউনিয়ন চেয়ারম্যান কর্তৃক প্রদত্ব ভূমিহীন সনদপত্র ও পাসপোর্ট সাইজের ছবি ২(দুই) কপি স্বামী-স্ত্রী পরিবারের সকল সদস্যের যৌথ দাখিল করতে হবে। খ. আবেদনপত্র উপজেলা আশ্রায়ন প্রকল্প (ফেইজ-২) কমিটির সভায় যাচাই-বাছাই এর জন্য উপস্থাপন করা হয়। গ. উপজেলা আশ্রায়ন প্রকল্প (ফেইজ-২) বাস্তবায়ন সংক্রান্ত কমিটির সভায় অনুমোদনের পর ২১(একুশ) দিনের মধ্যে আশ্রায়ন প্রকল্প (ফেইজ-২) বাস্তবায়ন সংক্রান্ত জেলা কমিটিতে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রেরণ করা হয়। ঘ. জেলা কমিটি অনুমোদনান্তে নথি ফেরত পাোয়ার পর কবুলিয়ত সম্পাদন ও রেজিষ্ট্রি করণ করা হয় এবং ৩০ (ত্রিশ) দিনের মধ্যে যথারিতী রেকর্ড সংশোধন পূর্বক নাম খারিজ করা হয়। |
১. সহকারী কমিশনার (ভূমি) ২. দায়িত্ব প্রাপ্ত সংশ্লিষ্ট অফিস সহকারী। |
৪ |
অর্পিত সম্পত্তি লীজ/ ইজারা নবায়ন |
ক. মামলা ভূক্ত অর্পিত সম্পত্তির লীজ ইজারা প্রদান ও প্রতি বাংলা বছরে নবায়নের জন্য লীজ/ইজারা গ্রকিতার নিকট হতে দরখাস্ত গ্রহণ করা হয়। খ. প্রয়োজনীয় ক্ষেত্রে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কর্তৃক আবেদনপত্র তদন্ত করানো হয়। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর উপজেলা নির্বাহী অফিসারের অনুমতি সাপেক্ষে ০৭(সাত) দিনের মধ্যে লীজ কেস নবায়ন করে ডি,সি,আর প্রদান করা হয়। |
১. সহকারী কমিশনার (ভূমি) ২. দায়িত্ব প্রাপ্ত সংশ্লিষ্ট অফিস সহকারী। |
সিটিজেন চার্জার
ক্র: নং |
যেসব সেবা দেয়া হয় |
সেবা দানের মানদন্ড(স্ট্যান্ডার্ড) |
সাহায্যের জন্য যার সাথে যোগাযোগ করবেন |
৫ |
১৪৩ ধারার মামলা পরিচালনা |
ক. দেওয়ানী আদালতের ডিক্রি মোতাবেক রেকর্ড সঙশোধনের আবেদনপত্র প্রাপ্তির পর ১৪৩ ধারা মোতাবেক বিবিধ কেস রুজু করা হয়। খ. সংশ্লিস্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কর্তৃক তদন্ত করানোর পর বাদী/ বিবাদীর প্রতি নোটিশ জারী করণ ও শুনানী অন্তে মামলাটি অনধিক ৩০(ত্রিশ) দিনের মধ্যে মামলাটি নিস্পত্তি করা হয়। |
১. সহকারী কমিশনার (ভূমি) ২. দায়িত্ব প্রাপ্ত সংশ্লিষ্ট অফিস সহকারী। |
৬ |
১৫০ ধারার মামলা পরিচালনা |
ক. নির্ধারিত সময় ও বিশেষ বিবেচনায় আবেদনপত্র গ্রহণ করে ১৫০ ধারা মোতাবেক বিবিধ কেস রুজু করা হয়। খ. সংশ্লিস্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কর্তৃক তদন্ত করানোর পর বাদী/ বিবাদীর প্রতি নোটিশ জারী করণ ও শুনানী অন্তে মামলাটি অনধিক ৩০(ত্রিশ) দিনের মধ্যে মামলাটি নিস্পত্তি করা হয়। |
১. সহকারী কমিশনার (ভূমি) ২. দায়িত্ব প্রাপ্ত সংশ্লিষ্ট অফিস সহকারী। |
৭ |
সার্টিফিকেট মামলা |
ক. সংশ্লিস্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কর্তৃক সার্টিফিকেট রিকুইজিশন দাখিলের পর সার্টিফিকেট মামলা রুজু করা হয় এবং বিবাদী বরাবর নোটিশ জারী করণ ও শুনানী অন্তে মামলাটি নিস্পত্তি করা হয়। |
১. সহকারী কমিশনার (ভূমি) ২. দায়িত্ব প্রাপ্ত সংশ্লিষ্ট অফিস সহকারী। |
৮ |
সায়রাত মহাল |
ক. জেলা প্রশাসক/ উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক সায়রাত মহাল ইজারা প্রদানের পর সংশ্লিস্ট ইজারা গ্রকিতাকে দখল বুঝিয়ে দেয়া হয়। খ. ইজারা বহির্ভুত সায়রাত মহাল কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক খাস আদায় ও রক্ষনা- বেক্ষন করা হয়। |
১. সহকারী কমিশনার (ভূমি) ২. দায়িত্ব প্রাপ্ত সংশ্লিষ্ট অফিস সহকারী। |
৯ |
বিবিধ |
ক. কোন ব্যক্তির, প্রতিষ্ঠানের বা সংস্থার আবেদনের প্রেক্ষিতে জমির শ্রেণী পরিবর্তন, অখন্ডতার সনদপত্র প্রদান করা হয়ে থাকে। |
১. সহকারী কমিশনার (ভূমি) ২. দায়িত্ব প্রাপ্ত সংশ্লিষ্ট অফিস সহকারী। |
ভূমি সম্পর্কিত যে কোন সমস্যা, তথ্য, পরামর্শের জন্য সহকারী কমিশনার (ভূমি) এর সাথে যোগাযোগ করা যাবে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS